চুপ থাকে সে নাজাত পায় সে
![please wait please wait](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_t7eJ_iYuMC7habv723pIZurH2626cC20E8s7IIEoOd2zCWQoHapaLKrrDjSYj8CQJoUS8J3iBix_24T8XWjsFZCcVf4kibajwxIWk_5Dp4Bm4zli9xYreo_gbkhanIbBGbCrsPCy8jQ/s16000/image_search_1608566678962.jpg)
#চুপ থাকা সম্পর্কে# ☞☞
১০টি হাদীস শরিফঃ
⇨১) যে চুপ রইল যে মুক্তি
পেল [তিরমিযীঃ হা/
২৫০৯]
⇨২) নিরবতা উচ্চ পর্যায়ের
ইবাদত [প্রাগুক্তঃ হা/
৩৮৪৯]
⇨৩) মানুষের চুপ থাকার
উপর অটল থাকা ৬০ বছরের
ইবাদত থেকে উত্তম
[শুয়াবুল ঈমানঃ হা/ ৪৯৫৩]
⇨৪) সর্বাধিক ভয়াবহ ও
ক্ষতিকর বস্তু হল জিহ্বা
[তিরমিযীঃ হা/২৪১৮]
⇨৫) যে আল্লাহ এবং
কিয়ামতের উপর ঈমান
রাখে, তার উচিত ভাল কথা
বলা বা চুপ থাকা
[বুখারীঃ হা/৬০১৮]
⇨৬) চুপ থাকা আলিমদের
সৌন্দর্য এবং মূর্খদের জন্য
পর্দা স্বরূপ [শুয়াবুল ঈমানঃ
হা/ ৪৭০১]
⇨৭) ভাল কথা চুপ থাকা
থেকে উত্তম আর চুপ থাকা
মন্দ কথা থেকে উত্তম
[শুয়াবুল ঈমানঃ হা/ ৪৯৯৩]
⇨৮) যখন মানুষ সকালে উঠে
তখন আঙ্গ সমূহ বিনয়ের সাথে
জিহ্বাকে বলেঃ আমাদের
ব্যাপারে আল্লাহ
তায়ালাকে ভয় কর, কেননা
আমরা তোমার সাথে সম্পৃক্ত
যদি তুমি সোজা থাক , তবে
আমরা সোজা । আর যদি তুমি
বাকা হও, তবে আমরাও
বাকা হয়ে যাব
[তিরমিযীঃ হা/২৪১৫]
⇨৯) নিশ্চয় আল্লাহর রসুল
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম দীর্ঘ নিরবতা
অবলম্বনকারী ছিলেন
[শরহুস সুন্নাহঃ হা/ ৩৫৮৯]
⇨১০) অধিক চুপ থাকাকে
নিজের উপর আবশ্যক কর, এতে
শয়তান প্রতিরোধ ও তোমার
দ্বীনের কাজে সাহায্য
হবে [শুয়াবূল ঈমানঃ
হা/৪৯৪২]
No comments